মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনলাইন জুম প্লাটফর্মে ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব মোঃ সায়েদুল ইসলাম, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনাব চেমন আরা তৈয়ব, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা। সভাপতিত্ত্ব করেন জনাব রাম চন্দ্র দাস, মহাপরিচালক(গ্রেড-১), মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা পর্যায়ে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ । উপপরিচালক জনাব এ, জে, এম রেজাউল আলম এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ২টি মহিলা সমিতিকে বিশেষ অনুদান সহ সর্বমোট ৩২ টি মহিলা সমিতির মধ্যে ১০,১০,০০০/- (দশ লক্ষ দশ হাজার) টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস